শ্বাশুড়ির সঙ্গে জামাইয়ের পরকীয়া প্রেম, অতঃপর...
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
শ্বাশুড়ির সঙ্গে পরকীয়া প্রেমের গোপন সম্পর্কের জেরে পুলিশ হেফাজতে ভারতের পশ্চিমবঙ্গের মুশির্দাবাদের এক যুবক। যুবকের স্ত্রীর দাবি, হঠাৎ একদিন তার মায়ের সাথে তার স্বামীর অন্তরঙ্গ মুহুর্ত দেখে ফেলায় শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। সেই মর্মে পুলিশে ডায়েরি করা হলে স্বামীকে গ্রেফতার করা হয়েছে। মা পলাতক।
পুলিশ সূত্রে প্রকাশ, প্রায় বছর দুয়েক আগে মুশির্দাবাদের মির্জাপুরের বাসিন্দা সামাউলের সঙ্গে বিয়ে হয় পলাশি পাড়ার ছোট নলদহ এলাকার ওই তরুণীর। তাদের দুটি সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পরে সামাউল টাকার দাবিতে স্ত্রীর উপর অত্যাচার শুরু করে। গত ২১শে জুন অশান্তির জেরে তরুণীকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেন সামাউল। এরপর নিজের বাপের বাড়িতে ফিরে আসেন তরুণী।
তরুণীর অভিযোগ করেছেন, শনিবার ভোর বেলায় কিছু একটা শব্দে তার ঘুম থেকে উঠে তিনি মায়ের ঘরে যান। তার দাবি, সেখানে তিনি তার স্বামী ও মাকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন। সাথে সাথে প্রতিবাদ করলে তার ওপর শারীরিক অত্যাচার শুরু করে তার স্বামী সামাউল। তার ওপর চরম শারীরিক নির্যাতন শুরু করে স্বামী। এরপর সেদিন সন্ধ্যায় স্থানীয় থানায় স্বামী ও মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী।
অভিযোগের ভিত্তিতে রবিবার (২৬ জুন) কোর্ট মলদহ থেকে সামাউলকে গ্রেফতার করে পুলিশ। এদিন তাকে তেহট্র আদালতে তোলা হলে বিচারপতি ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অপরদিকে তরুণীর মা এখনও পলাতক। তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
এসএ/