জাপানি দুই কন্যার পিতাকে হত্যার হুমকি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
জাপানি নারী এরিকো নাকানোর ড্রাইভার কাইয়ুম কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে গতকাল সোমবার (২৭ জুন) রাজধানীর গুলশান থানায় লিখিতভাবে সাধারণ ডায়েরী করেন ইমরান শরিফ। জিডি নং হচ্ছে ১৯৩৩। ইমরান শরিফ হচ্ছেন জাপানি নারী এরিকো নাকানোর স্বামী। তাদের দুটি কন্যা সন্তানদের বিষয়ে আদালতে মামলা চলছে।
জিডিতে ইমরান শরিফ অভিযোগ করে বলেন, গত ২৪ জুন দুপুর সাড়ে দেড়টা রাজধানীর বারিধারার ১২ নম্বর রাস্তায় সাইকেল দিয়া রাস্তা পার হচ্ছেন। এসময় তার জাপানি স্ত্রী এরিকো নাকানোর ড্রাইভার কাইয়ুম হঠাৎ গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। সে সময় গাড়ীতে তার দুই মেয়েও ছিল। মেয়েদেরকে ভয় দেখিয়েছিল ড্রাইভারর কাইয়ুম।
তার পরের দিন শনিবার ২৫ জুন ইমরান শরীর সন্তানদের সাথে সাক্ষাৎকার করে বারিধারা ফ্ল্যাট বিল্ডিংয়ে সন্তানদেরকে মা এরিকো নাকানোর কাছে ফিরিয়ে দেয়ার সময়ও ড্রাইভার কাইয়ুম আবারো তাকে হত্যার হুমকি দেন।
এসএ/