মিশ্র ফল বাগান করে কোটি টাকার স্বপ্ন দেখছেন দুই বন্ধু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মিশ্র ফল বাগান করে কোটি টাকার স্বপ্ন দেখছেন দুই বন্ধু

ইউটিউব দেখে প্রবাসী বোনের অনুপ্রেরণায় মিশ্র বাগান করে সাড়া ফেলেছে শেরপুরের শিক্ষিত দুই যুবক। ২৫ একর জায়গা লিজ নিয়ে একশো প্রজাতির ফলের বাগান করেছে দেড় বছরে, এখন আসতে শুরু করেছে সাফল্য। আর বাগানে কাজ করে টাকা রোজকার করছেন স্থানীয়রা। কৃষি বিভাগের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে নানা পরামর্শ।

শেরপুর সদর উপজেলার কামারিয়া গ্রামের ব্যবসায়ী এমদাদুল হক বিদুৎ ও পূবালী ব্যাংকে চাকুরীজীবি উদয় কুমার ২৫ একর জায়গা ২০ বছরের জন্য লিজ নিয়ে সেখানেই ইউটিউব দেখে তৈরি করেছেন মিশ্র বাগান। বাগানের নাম দিয়েছেন ইউএনবি এগ্রো।

২০২০ সালে মাল্টা, সিডলি পেয়ারা, বিভিন্ন জাতের কুল, আপেল, কমলা, আঙ্গুর, ড্রাগন, বারোমাসি আম, লিচু, লটকন, পেপে, লেবু, সৌদী খেজুরসহ ১শ প্রজাতির ফলের চাষ করেন তারা। জমি লিজ, বাগানের পরিচর্যা, চারা কেনা, বাগানের চারপাশে ও উপরে জিআই তার আর সূতার জালের বেষ্টনি দেওয়াসহ তাদের খরচ হয়েছে তিন কোটি টাকা। ইতোমধ্যে বাগান থেকে আসতে শুরু করেছে টাকা, বিক্রি করছেন পেয়ারা, পেঁপে, আপেলকুল, মালটা, কমলাসহ কয়েকটি ফল। প্রবাসী এক বোনের কাছ থেকে পরামর্শ ও আর্থিক সহযোগিতায় সম্প্রতি বাগানের ভেতরে শুরু করেছেন মাছ চাষ, কবুতর ও মুরগী পালন।

এই সফল দুই বন্ধুর মিশ্র ফলের বাগানের সাফল্যের খবর চারদিকে ছড়িয়ে পড়ায় আশপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন আসছে আগ্রহী বেকার যুবকরা। তারা বাগানে এসে মুগ্ধ হচ্ছেন। একদিকে যেমন এই বাগান থেকে ভালো ফল পাওয়া যাচ্ছে, অন্যদিকে স্থানীয়দের তৈরি হয়েছে কর্মসংস্থানের।

এই বাগানের মাধ্যমে জেলায় ইতোমধ্যে ছাদ বাগান তৈরি শুরু করেছে বলে জানিয়েছে বাগানের ম্যানেজার।

শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মুহিত কুমার দে জনবাণীকে জানান, ‍“কৃষি বিভাগ থেকে সব ধরণের সহযোগিতা দেওয়া হচ্ছে বাগানে।”

এসএ/