কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত, আহত ২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত, আহত ২

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় আকরাম হোসেন (২০) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় ওই সিএনজিতে থাকা দুই যাত্রী আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৯ জুন) কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবীদ্বার উপজেলার সংচাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত আকরাম হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার রানীগাছা গ্রামের জহির হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কামাল উদ্দিন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বুধবার দুপুর ১টার দিকে দেবীদ্বার উপজেলার সংচাইল এলাকায় কুমিল্লাগামী একটি ট্রাক এবং ব্রাহ্মণবাড়িয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোচালক আকরাম হোসেন নিহত হন।

এ ঘটনায় অটোতে থাকা দুই যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার শিকার ট্রাক এবং সিএনজি উদ্ধার করে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। আহত দুজনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

জি আই/