টেকসই ব্যাংকের স্বীকৃতি পেল অগ্রণী ব্যাংক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ ব্যাংক থেকে টেকসই ব্যাংক হিসেবে ক্রেষ্ট ও সম্মাননা অর্জন করলো রাষ্ট্রায়ত্ব ব্যাংকসমূহের মধ্যে সবুজ অর্থায়নে শীর্ষে থাকা অগ্রণী ব্যাংক লিমিটেড।
বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন অগ্রণী ব্যাংকের এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের হাতে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু ফারাহ মোঃ নাছের, অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তাগণ।
উল্লেখ্য, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে সবুজ অর্থায়ন, গ্রামীণ অর্থায়ন, নারী ঋণগ্রহীতার সংখ্যা এবং টেকসই কৃষির প্রসারে অর্থায়ন সহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এই সম্মাননা দেওয়া হয়।
এসএ/