শেখ হাসিনা স্বপ্ন দেখায়, স্বপ্ন বাস্তবায়ন করে: পার্বত্য মন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


শেখ হাসিনা স্বপ্ন দেখায়, স্বপ্ন বাস্তবায়ন করে: পার্বত্য মন্ত্রী

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, ‍“শেখ হাসিনা স্বপ্ন দেখায়, স্বপ্ন বাস্তবায়ন করে। আধুনিক বান্দরবান বিনির্মাণে সকল উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল দিকে এগিয়ে যাচ্ছে বান্দরবান।”

শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টায় লামায় পৌঁছে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন। সকাল ১১টায় শিলেরতুয়া নবনির্মিত ব্রিজের উপর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।

বান্দরবানের লামায় উপজেলায় এলজিইডি’র অর্থায়নে শিলেরতুয়া-রূপসীপাড়া সড়কে ১৮২ মিটার গার্ডার ব্রিজের উদ্বোধন, শিলেরতুয়া বৌদ্ধ বিহার ও সীমানা প্রাচীর নির্মাণ এবং গজালিয়া জনসভায় অংশ নিতে লামায় সরকারি সফরে আসেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

এসময় মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিকল্পনা সদস্য হারুন অর রশীদ, বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,শেখ মাহাবুবুর রহমান, ফাতেমা পারুল, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা সহ প্রমূখ।

গজালিয়া ইউনিয়নে মত বিনিময় সভা শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যান্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিদ্যুৎ সরবরাহ প্রকল্প ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের সোলার হোম সিষ্টেম বিতরণ করেন।

এসএ/