প্রেসক্লাবের সামনে শরীরে আগুন দেওয়া সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ঠিকাদার গাজী আনিস মারা গেছেন।
মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এসব তথ্য নিশ্চিত করে জানান, “শরীরে আগুন দেওয়া সেই ব্যক্তি আজ সকাল সোয়া ৬টার দিকে মারা গেছেন। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। কাল থেকে ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে রাতেই তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।”
এর আগে গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে হঠাৎ করেই গাজী আনিস নিজের গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পুলিশের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
আনিসের ঘনিষ্ঠজন মোহাম্মদ আলী জানান, “আনিস একজন ব্যবসায়ী। পাওনা টাকা না পেয়ে তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দুই মাস আগেও তিনি পাওনা টাকার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছিলেন। এরপর বিভিন্ন জায়গায় গেলেও সহায়তা না পেয়ে আজ তিনি এ ঘটনা ঘটান।”
তিনি জানান, “কাজী আনিস কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন।”
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদারও একই রকম তথ্য জানান।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে

অভিশপ্ত ‘নৌকা’ কোন বিবেচনায় শিডিউলভুক্ত করতে পাঠালেন: আসিফ মাহমুদ

রাজধানীতে জাতীয়তাবাদী কৃষিবিদ নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল
