ঈদ উপলক্ষে নৌপরিবহন সচিবের ঢাকা নদী বন্দর পরিদর্শন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ঈদ উপলক্ষে নৌপরিবহন সচিবের ঢাকা নদী বন্দর পরিদর্শন

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে নৌপথে নিরাপদ ও নিশ্চিত যাতায়াত ব্যবস্হাপনা পরিদর্শনের জন‍্য নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল বৃহস্পতিবার (৭ জুলাই) ঢাকা নদী বন্দর গমন করেন।  

তিনি ঢাকা নদী বন্দরে বিভিন্ন নৌযানে অবস্থানরত যাত্রীদের সাথে কথা বলেন এবং নৌপথে নিরাপদ ও নিশ্চিত ব্যবস্হাপনার আসস্ত করেন।  তিনি ঢাকা নদী বন্দরে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলকে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ পরিহারসহ যাত্রীদের নিরাপত্তা ও পর্যাপ্ত ফিটনেস নৌযান সরবরাহের ব্যবস্থা করতে নির্দেশ দেন।

তিনি বন্দর এলাকা পরিদর্শন করে বিআইডব্লিউটিএ, নৌপুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ডসহ স্হানীয় প্রশাসন কে সমন্বয় এর মাধ্যমে পবিত্র  ঈদে যাত্রীদের যাতায়াত নিশ্চিতকরনে নির্দেশ প্রদান করেন।

এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিএর সদস্যগনসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও ঢাকা নদী বন্দরের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ওআ/