সারাদেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ত্যাগের মহিমায় সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। দেশে ঈদ উল আজহার সবচে বড় জামাত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে।
চট্টগ্রামে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ঈদ উল আজহার প্রধান জামাত হয়েছে। নামাজ আদায় করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠসহ সর্বস্তরের মুসল্লি।
রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত হয়েছে হযরত শাহ মখদুম (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এখানে নামাজ আদায় করেছেন প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মুসুল্লিরা। এছাড়া নগরীর টিকাপাড়া ও সাহেববাজার বড় মসজিদে ঈদের নামাজ হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
ময়মনসিংহে সকাল আটটায় নগরীর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদ ঊল আজহার প্রথম জামাত হয়েছে। প্রথম জামাতে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লি জামাতে নামাজ আদায় করেন।
সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জামাতে নামাজ আদায় করেন। সিলেটের মেয়র, জনপ্রতিনিধি সহ প্রশাসনের কর্মকর্তাসহ এক লাখেরও বেশি মানুষ এ জামাতে নামাজ আদায় করেন।
রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠে। সদর হাসপাতাল জামে মসজিদ, রংপুর পুলিশ লাইন্স মাঠ ও কেরামতিয়া জামে মসজিদসহ জেলার ৮ উপজেলায় ঈদের জামাত হয়েছে।
বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত হয়েছে নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। বরিশাল বিভাগে ঈদের সবচে বড় জামাত হয়েছে চরমোনাই দরবার শরীফ মাঠে। নামাজ শেষে মুসুল্লিরা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পটুয়াখালীতে ঈদুল আজহার প্রধান জামাত হয়েছে পৌরসভা কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, পৌর মেয়র ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মুসল্লি নামাজ আদায় করেন।
বরগুনায় পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত হয়েছে সার্কিট হাউজ মাঠে। ঈদের নামাজ শেষে দেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা।
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মুসল্লিরা নামাজ আদায় করেন।
চাঁদপুর পৌরসভা পৌর ঈদগাহ মাঠে জেলার প্রধান জামাত হয়েছে। জামাতে নামাজ আদায় করেন বিপুল সংখ্যক মুসল্লি।
লক্ষ্মীপুরে ঈদুল আজহার প্রধান জামায়াত হয়েছে জেলা প্রশাসক কার্যালয় ভবন ঈদগাহ ময়দানে। এছাড়া পুলিশ লাইন্স ময়দান ও সোনামিয়া ঈদগাহ ময়দানে জামাত হয়েছে।
নড়াইলে ঈদুল আজহার প্রধান জামাত হয়েছে পৌর কেন্দ্রীয় ঈদগাহে। পুলিশ লাইনস্ জামে মসজিদ, সদর থানা জামে মসজিদ, জমিদারবাড়ী ঈদ গাহ, শাহাবাদ মাজেদিয়া মহিলা মাদ্রাসা ঈদগাহ সহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদেও ঈদের জামাত হয়েছে।
নরসিংদীতে জেলার প্রায় সাড়ে ৮শ ঈদগাহ্ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা। সকাল আটটা ও সাড়ে ৮টায় জেলার সব ঈদগাহ মাঠে নামাজ শেষে খুতবা পাঠ ও মোনাজাত করা হয়।
নাটোরে ঈদের প্রধান জামাত হয়েছে শহরের কান্দিভিটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নামাজ শেষে বাংলাদেশ সহ মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নেত্রকোণার ১ হাজার ৭ শত ৩০টি ঈদগাহ ময়দান এবং মসজিদে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদুল আজহার জামাত হয়েছে।
নোয়াখালীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত হয়েছে মাইজদী কোর্ট কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে। নামাজ শেষে মুসলিম উম্মা ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রাঙ্গামাটিতে বিভিন্ন মসজিদে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেন।
রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠে। এছাড়া সদর হাসপাতাল জামে মসজিদে, রংপুর পুলিশ লাইন্স মাঠ, ও কেরামতিয়া জামে মসজিদসহ জেলার ৮ উপজেলায় ঈদের জামাত হয়েছে।
শরীয়তপুরে ঈদ উল আজহার প্রধান জামাত হয়েছে পৌর ঈদগাহ্ ময়দানে। অনেক মুসল্লি এ জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন শরীয়তপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
কক্সবাজারে কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে প্রধান জামাতে প্রায় ২০ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হয়েছে ঈদুল আজহার প্রধান জামাত। ইমামতি করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ঈমাম মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন আলকাদেরী। জামাতে খাগড়াছড়ি জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মুসল্লিরা নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশ্বশান্তি ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
আল্লাহর রাহে নিজের জানমাল ও প্রিয়তম জিনিস সন্তুষ্ট চিত্তে বিলিয়ে দেওয়ার এক সুমহান শিক্ষা নিয়ে প্রতিবছর আমাদের মধ্যে ফিরে আসে ঈদুল আজহা। ইসলামী শরীয়াহ অনুযায়ী পশু কোরবানি করা ওয়াজিব। পবিত্র কোরআনের সূরা কাউসারে বলা হয়েছে, ‘অতএব তোমার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড় এবং পশু কোরবানি করো।’ সূরা হজে বলা হয়েছে, ‘কোরবানি করার পশু মানুষের জন্য কল্যাণের নির্দেশনা।’
ঈদুল আজহার সঙ্গে পবিত্র হজের সম্পর্ক রয়েছে। শনিবার মক্কার অদূরে আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মধ্যদিয়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় হজ পালন করেছেন।
ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৯ জুলাই) থেকে তিনদিনের সরকারি ছুটি শুরু হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা।
ওআ/