চুক্তি বাতিল করায় ইলন মাস্কের বিরুদ্ধে টুইটারের মামলা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চুক্তি বাতিল করায় ইলন মাস্কের বিরুদ্ধে টুইটারের মামলা

সম্প্রতি টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার চুক্তি বাতিল করেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে টুইটার কর্তৃপক্ষ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মাস্ক টুইটার কেনার চুক্তি বাতিল করায় কোম্পানির শেয়ারে ঘটেছে ভয়াবহ দরপতন। যার কারণে মঙ্গলবার (১২ জুলাই) শেয়ার বিক্রি হয়েছে মাত্র ৩২ ডলারে। যেখানে মাস্ক প্রত্যেক শেয়ারের জন্য ৫৪ ডলারের বেশি দিতে চেয়েছিলেন। তাই এ চুক্তি বাতিল হওয়ায় ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে ইলন মাস্ককে দাবি টুইটারের। 

এদিকে আদালতে মাস্কের বিরুদ্ধে করা সেই মামলায় বলা হয়েছে, ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনতে চেয়েছিলেন ইলন মাস্ক। কিন্তু, এখন সরে যাচ্ছেন তিনি।
  
টুইটারের পক্ষ থেকে আরও বলা হয়, যেহেতু মাস্ক টুইটার না কেনায় কোম্পানির ভয়াবহ দরপতন শুরু হয়েছে তাই মাস্ককে আবারও টুইটার চুক্তিতে ফিরে আসতে দেখতে চায় টুইটার বোর্ড। কিন্তু টুইটার চুক্তি বাতিলের অনেক গুলো কারণ দেখায় মাস্ক। যেখানে স্প্যাম এবং বট সংক্রান্ত তথ্য গোপন করছে টুইটার। সেই কারণেই, বাতিল করছেন টুইটার কেনার সিদ্ধান্ত।

এদিকে, মাস্কের অভিযোগ, স্প্যাম এবং বট সংক্রান্ত তথ্য গোপন করছে টুইটার। সে কারণেই, বাতিল করছেন টুইটার কেনার সিদ্ধান্ত।

ওআ/