মামলার তথ্য চেয়ে খাদ্য অধিদপ্তরের চিঠি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
খাদ্য বিভাগের বিরুদ্ধে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টসহ বিভিন্ন আদালতে দায়ের হওয়া সব মামলার তথ্য পাঠাতে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। দেশের সব আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, সব জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্টদের কাছে সম্প্রতি এ চিঠি পাঠানো হয়।
খাদ্য অধিদপ্তরের আইন উপদেষ্টা (উপ-সচিব) মোহা. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত চিঠিতে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ এবং জেলা জজ আদালতের আওতাধীন সব কোর্টে খাদ্য বিভাগের বিরুদ্ধে/খাদ্য বিভাগ কর্তৃক দায়ের করা মামলাগুলোর তথ্য সংযুক্ত ছক মোতাবেক হার্ড কপি ও নিকস লাইট ফন্টে সফট কপি legalad@dgfood.gov.bd ই-মেইলে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
বিষয়টি জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ওআ/