জাতির পিতার প্রতিকৃতিতে সুরক্ষাসেবা বিভাগের সচিবের শ্রদ্ধা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সচিব হিসেবে পদোন্নতি পাওয়া সদ্য যোগদানকারী মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) ধানমন্ডি ৩২ নম্বরে সুরক্ষা সেবা বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলম সেখ, কারা অনু বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, আইন ও শৃঙ্খলা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ হাবিবুর রহমান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে তাঁকে সুরক্ষাসেবা বিভাগে পদায়নের কথা জানানো হয়।
এসএ/