তজুমদ্দিনে ২৩ কেজি হরিণের মাংস উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভোলার তজুমদ্দিন থেকে ২৩ কেজি ৩শ’ গ্রাম হরিণের মাংস সহ এক অটো চালককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার শশীঘাট সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। তবে আটককৃত অটো চালককে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার তজুমদ্দিন উপজেলার শশীঘাট সংলগ্ন এলাকায় দুপুর দেড়টার সময় অভিযান পরিচালনা করে কোষ্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্ত বিসিজি আউটপোষ্ট তজমুদ্দিন শাখা। এ সময় মনপুরা থেকে আসা লঞ্চ শহীদ সেরনিয়াবাত এ তল্লাশি করে ২৩ কেজি ৩শ’ গ্রাম হরিণের মাংস সহ মাংস বহনকারী অবস্থায় মোঃ ফয়েজ (৪৫) নামের এক অটো চালককে আটক করা হয়। সে তজুমদ্দিন উপজেলার কাজী কান্দি গ্রামের বাসিন্দা মৃত কুট্টি মিয়ার ছেলে। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়। আটককৃত অটো চালক মোঃ ফয়েজ (৪৫) কে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
বাংলাদেশ কোষ্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শফিউল কিঞ্জল জানান, “কোষ্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বন-দস্যুতা ও বনজ সম্পদ রক্ষায় কোষ্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
এসএ/