স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্ত্রীর সাথে অভিমান করে রাশিদ (৫০) নামে এক ব্যক্তি গলায় দড়ি বেধে ফাঁসিতে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৫ জুলাই) উপজেলার চরআলগী ইউনিয়নের টেকির চরে এ ঘটে। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নের টেকির চর গ্রামের রাশিদ মিয়ার পিতার বাড়ি পাাশে হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামে। বহু বছর আগে রাশেদ টেকির চর গ্রামে বিয়ে করে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন। তাদের এক ছেলে ও এক মেয়ের মধ্যে ছেলে বিদেশে থাকে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সাথে রাশিদের মনোমালিন্যতা চলছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে রাশিদ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকালে টেকির চর গ্রামের ধন্নার ভিটা নামক স্থানে দুই পাট ক্ষেতের মাঝের মাঠে স্থানীয় ছেলেরা ফুটবল খেলতে গিয়ে মেহগনি গাছে গলায় প্লাষ্টিকের দড়ি বাঁধা রাশিদের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে থানায় খবর দেন। পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জনবাণীকে বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
এসএ/