ফটিকছড়িতে দুই ঘন্টার ব্যবধানে তিন সড়ক দুর্ঘটনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রামের ফটিকছড়িতে দুই ঘন্টার ব্যবধানে তিন সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাগুলোতে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
শনিবার (১৬ জুলাই ) সকালে গহিরা-হেঁয়াকো সড়কের মির্জারহাটের দক্ষিণ পাশে কোটবাড়িয়া এলাকায় পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষে শারমিন আকতার নামে এক গৃহবধু প্রাণ হারায়। একই ঘটনায় মোবারক হোসেন (৯) ও চম্পাকলি (১১) নামে আরও দুই শিশু আহত হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বিবিরহাট বাস স্টেশন চত্বরে রাস্তা পার হওয়ার সময় মোহাম্মদ নাজিম উদ্দিন নামে এক ব্যক্তি মারাত্মক ভাবে আহত হয়েছে।
এদিকে, সকাল ৯ টার দিকে পাইন্দং এলাকায় ভটভটি উল্টে গিয়ে চালক সোহান গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত দেড় মাসে ফটিকছড়িতে ১৫৯ জন মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হয়। তন্মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে।
এসএ/