মেছো বিড়াল হত্যা করে উল্লাস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া গ্রামের হাজী বাড়ির সামনে বাঘ মনে করে গণপিটুনি দিয়ে একটি চিতা বিড়ালকে মেরে ফেলেছে জনতা।
শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯ টায় বিড়ালটি একটি পুকুরের পাড়ে হাঁসের উপর ধাঁওয়া করলে একজন গৃহিণী প্রথমে দেখতে পান। বিষয়টি বাড়ির লোকদের জানালে মোবাইলে এলাকাবাসীর মধ্যে জানাজানি হয় এবং শতাধিক লোক জড়ো হয়ে বিড়ালটিকে ঘিরে রাখে। স্থানীয় কয়েকজন চুনারুঘাট, সাতছড়ি ও কালেঙ্গা বন কর্মকর্তাদের জানান। দীর্ঘ ৩ ঘন্টা অপেক্ষা করেও বন বিভাগের কেউ আসেনি।
দীর্ঘ সময় অপেক্ষার পর হঠাৎ বিড়ালটি দৌড় দিলে শতশত গ্রামবাসী তাকে মেরে ফেলে। বিড়ালটিকে মেরে উল্লাসেেমেতে ওঠে তারা। এ সময় অনেকই ঘটনাটি ফেসবুকে লাইভ ও ছবি ছাড়েন। জনতা ওই প্রাণীটিকে বাঘ মনে করছিল। তারা বাঘ আখ্যা দিয়েই বনবিভাগে ফোন করেন।
এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করীম চৌধুরী জনবাণীকে বলেন, এই প্রাণীটি বাঘ নয়, চিতা বিড়াল(লেপাট কেয়ার)। প্রাণীটি নিরীহ তাকে মেরে ফেলা উচিত হয়নি। বন্য আইনে ব্যবস্থা নেয়া হবে।
এসএ/