পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাগাইড়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাগাইড়

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ২৪ কেজি ৭০০ গ্রামের বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পড়েেছে।

সোমবার (১৮ জুলাই) সকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে জেলে জয়নাল হলদারের জালে মাছটি ধরা পরে। মাছটিকে বিক্রির জন্য স্থানীয় আড়তে নিয়ে আসলে একে একনজর দেখতে ভিড় করে স্থানীয়রা। 

এসময় দৌলতদিয়ার মাছ ব্যবসায়ীদের অংশগ্রহণে উন্মুক্ত ডাকের মাধ্যমে এক হাজার ১০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট। 

আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট বলেন,‍ ‍“পদ্মা নদীর পানি কিছুটা কমছে, যে কারণে এখন বড় বড় মাছগুলো খাবারের সন্ধানে নদীর কিনারায় আসছে। এতে মাঝেমধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে। সোমবার সকালে জয়নাল হলদারের জালে ধরা পরা প্রায় ২৫ কেজি ওজনের বাগাইড় মাছটি ১১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার টাকায় কিনে নেই। ”

তিনি আরও জানান, “মাছটিকে আপাতত ঘাটের পন্টুনের সাথে বেধে রাখা হয়েছে। সেই সাথে ঢাকার ব্যবসায়ীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হচ্ছে। একটু বেশি দাম পেলেই বিক্রি করা হবে।”

এসএ/