বিতর্ক মুক্ত ভোটগ্রহণে ‘ব্লক চেইন’ পদ্ধতির আহ্বান জাকের পার্টির


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিতর্ক মুক্ত ভোটগ্রহণে ‘ব্লক চেইন’ পদ্ধতির আহ্বান জাকের পার্টির

নিজস্ব প্রতিবেদক: ব্লক চেইন (ব্লকের তৈরি শিকল) প্রধানত লেনদেনের প্রযুক্তি। এমন একটি প্রযুক্তি যেখানে চাইলেই লেনদেনে গড়মিল তৈরি করা সম্ভব না। আর এই ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে ভোট গ্রহণের আহ্বান জানিয়েছে জাকের পার্টি। 

শনিবার (২২ জানুয়ারি) রাজধানীর বনানীতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল এসব কথা বলেন।

ব্লক চেইনের প্রসঙ্গে লিখিত বক্তব্যে দলটির চেয়ারম্যান উল্লেখ করেন, ভোটার ডাটা ব্লক চেইনের মাধ্যমে স্টোর করা এবং ভোটের ডাটাবেজ দেশের সকল নাগরিকদের জন্য উন্মুক্ত করার আহ্বান জানাচ্ছি। তার দাবি, ব্লক চেইন পদ্ধতি নন হ্যাকেবল, বাকি সব পদ্ধতি হ্যাকিং হতে পারে।

গত ডিসেম্বরে জাকের পার্টি আয়োজিত বিভাগীয় পর্যায়ে সমাবেশ ও রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের প্রসঙ্গে জানাতে সংবাদ সম্মেলন করেন মোস্তফা আমীর ফয়সল।

জাকের পার্টির চেয়ারম্যান বলেন, ‘ব্লক চেইনের মতো সর্বাধুনিক প্রযুক্তর বাস্তবায়ন ও ই-ভোটিংয়ের মাধ্যমে ঘরে বসে ভোট প্রদানের প্রস্তাব আমরা রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক আলোচনায় আমরা পেশ করেছি। এ প্রস্তাবনায় রাষ্ট্রপতি চমৎকৃত হন ও সন্তোষ প্রকাশ করেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তফা আমীর বলেন, ‘ব্লক চেইন ছাড়া কোনও পদ্ধতি নেই, যেটা হ্যাক করা যায় না। ইভিএমের আধুনিক সংস্করণ হচ্ছে ব্লক চেইন পদ্ধতি। এরচেয়ে অনেক গুণ বেশি আন হ্যাকেবল প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে ভোটকে বিতর্কমুক্ত রাখতে পারি, সর্বজন গ্রহণযোগ্য রাখতে পারি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির কাদের সঙ্গে নির্বাচন করবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সময়ে বলা যাবে।’

ইসি গঠনের আইনের খসড়া সংলাপে অংশগ্রহণকারীদের পাঠানোর দাবি

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল আরও বলেন, নির্বাচন কমিশন আইনে হচ্ছে, যা আশাব্যঞ্জক। কিন্তু আইনের ধারা-উপধারাগুলো কী হবে, সম্ভব হলে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক দলের কাছে পাঠানো হোক। এসময় তিনি উল্লেখ করেন, জাকের পার্টিসহ নিবন্ধিত দলগুলো তাদের মতামত লিখিতভাবে সরকারকে অবহিত করতে পারেন। এতে করে স্বাধীনতার স্বপক্ষের দলগুলো আশ্বস্ত থাকবে। 

লিখিত বক্তব্যে মোস্তফা আমীর অর্থনৈতিক অঙ্গরাজ্য প্রতিষ্ঠা করতে প্রাদেশিক সরকার ব্যবস্থা গঠনের দাবি করেন। এছাড়া, পেনশন ফান্ড গঠন ও স্টার্ট আপ ইকুইটি ফান্ড গঠনের দাবি করেন তিনি। তিনি জানান, বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করবে জাকের পার্টি।

সংবাদ সম্মেলনে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সলসহ দলের বিভিন্ন সারির নেতারা উপস্থিত ছিলেন।

এসএ/