প্রধানমন্ত্রীর দেয়া জমি ও গৃহ পেলেন জীবননগরের ৬১ গৃহহীন পরিবার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বৃহষ্পতিবার (২১ জুলাই) সারাদেশে একযোগে ২৬২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে জমি সহ গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই হস্তান্তর কার্যক্রমের মধ্যে চুয়াডাঙ্গার জীবননগরের ৬১ ভূমিহীন পরিবারও পেল জমি সহ ঘর।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে এডিসি আরাফাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জীবননগর উপজেলা প্রশাসনের হলরুমে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে উপজেলার ৬১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম মুন্সী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়াসা সুলতানা লাকী, উপজেলা ভুমি কর্মকর্তা তিথি মিত্র, রয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, আন্দলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবি বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দবির হোসেন দলু।
অনুষ্ঠানে উপজেলার ৬১ টি ভুমিহীন ও গৃহহীন পরিবার উপস্থিত হয়ে তাদের জমি ও গৃহ বুঝে নেন।
এসএ/