কুয়াকাটা সৈকতে ফের দেখা মিললো ইয়োলো বিল্ড সী স্নেক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কুয়াকাটার সমুদ্র সৈকতে দেখা মিলেছে একটি মৃত বিষধর ইয়োলো বিল্ড সী স্নেক সাপের। বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা এগারোটায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা এটিকে উদ্ধার করেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জনবাণীকে জানান, “ধারণা করা হচ্ছে গভীর সমুদ্র থেকে ঢেউয়ের তোড়ে ১ ফুট দৈর্ঘ্যরে এ সাপটি জীবিত অবস্থায় ভেসে এসেছে। তবে ঠিক কি কারনে এটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।”
ওয়ার্ল্ডফিসের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জনবাণীকে জানান, “গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা ৪র্থ তম বিষধর সাপ। এ সাপ সচরাচর দেখা যায়না। এটি সংরক্ষণের চেষ্টা চলছে।”
উল্লেখ্য, এ বছরের গত ১০ জুন সৈকতে আরও একটি জীবিত ইয়োলো বিল্ড সী স্নেক সাপ ভেসে আসে।
এসএ/