Logo

১০১ টাকা কাবিনে বিয়ে, কনের বেসে কেঁদে উঠেছিলেন পরী

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৫
15Shares
১০১ টাকা কাবিনে বিয়ে, কনের বেসে কেঁদে উঠেছিলেন পরী
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: বিয়ের আসরে কেঁদে উঠেছিলেন পরী। আর তার কান্না থামাতে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নিয়েছেন রাজ। সোশ্যাল মিডিয়ায় এসেছে সেই ছবিও। তবে কী কা...

বিজ্ঞাপন

বিনোদন ডেস্ক: বিয়ের আসরে কেঁদে উঠেছিলেন পরী। আর তার কান্না থামাতে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নিয়েছেন রাজ। সোশ্যাল মিডিয়ায় এসেছে সেই ছবিও। তবে কী কারণে নায়িকার কান্না তা অধরা।

মাত্র ১০১ টাকা কাবিনে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। বিয়েতে উকিল বাবার দায়িত্ব পালন করেছেন নির্মাতা রেদওয়ান রনি। শনিবার (২২ জানুয়ারি) রাত ১১টায় পরীর বনানীর বাসভবনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই তারকা দম্পতি। বিয়েতে উপস্থিত থাকা একজন অতিথি এসব তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার রাতের এই আয়োজনকে বিয়ে বলতে গেলে ভুল হবে, এটা বিয়ের অনুষ্ঠান। এর আগে গেল বছরের ১৭ অক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই দম্পতি। বিয়ের খবরের সঙ্গে পরীর মা হতে যাওয়ার খবরও প্রকাশ্যে এনেছিলেন তাঁরা।

বিজ্ঞাপন

তাহলে মা হতে যাওয়া নায়িকার আবার কিসের বিয়ে হলো, এমন খবরে যাঁরা কিছুটা চিন্তিত, তাঁদের চিন্তা দূর করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ।

শরিফুল রাজ গণমাধ্যমে বলেন, ‘আগে যখন আমরা বিয়ে করি, তখন দুই পরিবারের অল্প কয়েক জন উপস্থিত ছিলেন। এবার দুই পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে আয়োজন হচ্ছে।’

জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করলেন রাজ-পরী। একদম কাছের কিছু মানুষকে সঙ্গে নিয়ে বিয়ের সাজে বর-কনে হয়ে ধরা দিলেন রাজ-পরী দম্পতি।

বিজ্ঞাপন

তার বিয়ের কিছু ছবি প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দুজনকে বেশ রোমান্টিক মুডেই দেখা গেল। সেজেছিলেন তারা রাজা-রানীর মতো। বিয়ের জন্য রাজ ও পরী বেছে নিয়েছিলেন সোনালী ও মেরুন রঙ এর পোশাক। দুজনে ম্যাচিং করে নবদম্পতি সাজে বসেছিলেন বিয়ের আসনে।

সম্প্রতি পরীমনি মা হচ্ছেন বলে খবর আসে। পরী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গেল বছরের ১৭ অক্টোবর অভিনেতা রাজের সঙ্গে তার বিয়ে হয়। সেই বিয়ে ছিল খুব গোপন। আয়োজন করে বিয়ের আফসোস ছিল তাই। সেই আফসোস মিটিয়ে নিলেন ২২ জানুয়ারি। এছাড়া দুই পরিবারের স্বজনদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যও বিয়ের আনুষ্ঠানিকতা ও আয়োজন করা হয়েছে।

গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুনিন’-এর সেটে দুজনের প্রেম-পরিচয় ও প্রেম। এর আগে গণমাধ্যমে পরীমনির একাধিক বিয়ের খবর এসেছে। আর এটি রাজের প্রথম বিয়ে।

বিজ্ঞাপন

র‍্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা শরিফুল রাজ গেল বছর আলোচনায় আসেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে কাজ করে। তাঁর প্রথম সিনেমা ‘আইসক্রিম’। এর পর কাজ করেছেন ‘ন ডরাই’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে ‘হাওয়া’, ‘পরাণ’, ‘রক্তজবা’ ও ‘দামাল’ এ চার সিনেমা।

সিনেমার বাইরে ওয়েব সিরিজ ও ফিল্মে নিয়মিত মুখ শরিফুল রাজ। মুক্তি পেয়েছে ‘মাইনকার চিপায়’, ‘ইনফিনিটি’, ‘বিলাপ’ ও ‘নেটওয়ার্কের বাইরে’। মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্ম ‘গুনিন’।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD