ব্ল্যাকমেইল করে ধর্ষণ, শ্রমিক নেতা শ্রীঘরে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রাম ওয়াসা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের বিরুদ্ধে তার ঘরের ভাড়াটিয়া এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। তিনি ওই গৃহবধূর আপত্তিকর ছবি প্রকাশের হুমকি দিয়ে দিনের পর দিন তাকে ধর্ষণ করতেন। আর এই আপত্তিকর ছবি তোলার সময় ওই গৃহবধূ রাজী না হলে তার দুই ছেলে ও স্বামীকে মেরে ফেলার হুমকি দিতেন তাজুল। পরে রোকেয়া তার স্বামীকে বিষয়টি জানালে তারা ওই বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যান। এরপরও তাজুল ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিতে থাকেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে এমনটাই জানিয়েছেন ভুক্তভোগী ও মামলার বাদী।
নির্যাতিতা গৃহবধূ বলেন, “আমার স্বামী কাউয়ালী শিল্পী। বাড়িওয়ালা তাজুল ইসলামের সব অবিচার মুখ বুঝে সহ্য করেছিলাম। কিন্তু ওই বাসা ছেড়ে আসার পরও আেমার ছবি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে তার সঙ্গে দেখা করতে বলেন। এ অবস্থায় নিরুপায় হয়ে মামলা করেছি। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।”
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জনবাণীকে বলেন, “ধর্ষণের একটি মামলার অভিযোগের প্রেক্ষিতে বায়েজিদের তৈয়বিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে বুধবার (২০ জুলাই) রাতে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে (৫২) গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুর দুইটায় তাকে আদালতে পাঠানো হয়েছে।”
এসএ/