দর্শনা পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দর্শনা পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

দর্শনা পৌর সভার ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১ টায় দর্শনা পৌর সভার হল রুমে এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট ঘোষণা সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের সম্ভব্য আয় ও ব্যায়ের খ্যাত সমূহ তুলে ধরেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত হিসাব রক্ষক সরওয়ার হোসেন। 

দর্শনা পৌরসভা কর্তৃক আয়োজিত বাজেট অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরে ২২ কোটি ১৭ লাখ ৪০ হাজার ১৪২.৫৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এরমধ্যে রাজস্ব খ্যাত থেকে ৪ কোটি ৬  লক্ষ ৫২ হাজার ৭৫৭.৪৯ টাকা ও বার্ষিক উন্নয়ন তহবিল হতে সম্ভব্য ১৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩৮৫.০৮ টাকা। 

দর্শনা পৌর সভার সহকারী প্রকৌশলী সাজেদুল আলমের উপস্থাপনায় উপস্থিত থেকে এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে আলোচনা করেন দর্শনা পৌর ৩ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল মেয়র-১ রবিউল হক সুমন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এস,এম ওসমান, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাবেক সভাপতি হানিফ মন্ডল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারন সম্পাদক হারুন রাজু। 

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল কবীর, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনির সরদার, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আশুর উদ্দিন আশু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিলকিস খাতুন, জাহানারা খাতুন ও ছুরাতন নেসা। এছাড়া সংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দর্শনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মাহমুদ হাসান রণি, সাবেক সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, সদস্য রাজিব মল্লিক, প্রাথমিক সদস্য সাংবাদিক হাসমত আলী, ইমতিয়াজ আহম্মেদ রয়েল, আব্দুল হান্নান, রিফাত রহমান, শ্রী সুকমল চন্দ্র দাস বাঁধন, প্রমুখ।  

এসএ/