গোপালগঞ্জে ট্রেন-নসিমন সংঘর্ষে নিহত ৫, আহত ৯
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গোপালগঞ্জের কাশিয়ানীতে শ্রমিকবোঝাই মিকচার মেশিনে (ঢালাই মেশিন) রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে দশটার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
হতাহতদের এখনো পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া ও লক্ষ্মীপুর গ্রামে। তারা নির্মাণ কাজ করে বাড়ি ফিরছিলেন।
কাশিয়ানী থানার ওসি সওগাতুল আলম তথ্য নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সেখানে পাঁচজন নির্মাণ শ্রমিক নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, নির্মাণ কাজ শেষ করে ওই শ্রমিকরা নছিমনে ঢালাই মিক্সার মেশিন নিয়ে রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক নিহত হন।
ওআ/