এনসিপি ছাড়ার ঘোষণা মোতাওয়াক্কীল বিল্লাহ্ শাহ্ ফকিরের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন মোতাওয়াক্কীল বিল্লাহ্ শাহ্ ফকির।
বিজ্ঞাপন
রবিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি তার অবস্থানের কথা জানান।
ফেসবুকে দেওয়া দীর্ঘ বক্তব্যে মোতাওয়াক্কীল বিল্লাহ্ শাহ্ ফকির জানান, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
২০২৪ সালের গণআন্দোলনের সময়েও তিনি ক্ষমতাসীন হাসিনা সরকার ও তার সহযোগীদের বিরুদ্ধে সামনে থেকে আন্দোলনে অংশ নিয়েছেন বলে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
তিনি লেখেন, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি দীর্ঘ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এই সময় নিজের নৈতিক অবস্থান ও আত্মসম্মান অক্ষুণ্ন রাখার চেষ্টা করেছেন। আন্দোলনের ধারা কঠিন হয়ে উঠলে নীতিগত অবস্থান থেকেই নিজেকে সরে নিতে বাধ্য হন বলেও জানান তিনি।
দীর্ঘদিন প্রকাশ্য রাজনীতির বাইরে থাকার পর আবার সক্রিয় হয়ে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন মোতাওয়াক্কীল বিল্লাহ্ শাহ্ ফকির। তবে তিনি কখনোই দলটির কোনো আনুষ্ঠানিক পদ-পদবীতে ছিলেন না—এ বিষয়টি তিনি নিজেই স্পষ্ট করেন।
বিজ্ঞাপন
নিজের রাজনৈতিক ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর যে দায়িত্ব তিনি নিয়েছিলেন, তা পুরোপুরি পালন করতে পারেননি।
ফেসবুক পোস্টে তিনি আরও জানান, এনসিপির বর্তমান জোটগত অবস্থানের সঙ্গে তিনি একমত নন। সে কারণেই দলটির প্রতি তার সব ধরনের মানসিক ও শারীরিক সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞাপন
এই রাজনৈতিক পথচলায় ব্যক্তিগত ক্ষতির কথাও উল্লেখ করেন তিনি। স্বল্প সময়ের মধ্যেই ব্যক্তিগত জীবন, ব্যবসা ও পারিবারিক ক্ষেত্রে ক্ষতির মুখে পড়েছেন বলে জানান মোতাওয়াক্কীল বিল্লাহ্ শাহ্ ফকির। তবে এসবের দায় তিনি কাউকে দেননি এবং সবকিছু ব্যক্তিগতভাবেই গ্রহণ করেছেন বলে লেখেন।
স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, যারা ক্ষমতা ও স্লোগানের পেছনে ছুটছেন, তারা ভালো থাকুক। আমি থাকলাম আমার জনতার পাশে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

