১৯ দিনেই রেমিট্যান্স ছাড়াল ২১২ কোটি ডলার, প্রবৃদ্ধি ৫৬ শতাংশ

চলতি বছরের জানুয়ারির প্রথম ১৯ দিনেই দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অঙ্ক দাঁড়িয়েছে ২১২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৫ হাজার ৯০০ কোটি ৬০ লাখ টাকা (ডলারপ্রতি ১২২ টাকা ধরে)। এই সময়ে প্রতিদিন গড়ে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, শুধু সোমবার (১৯ জানুয়ারি) একদিনেই প্রবাসী আয় এসেছে প্রায় এক হাজার ২৪ কোটি ৮০ লাখ টাকা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের জানুয়ারির প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৫৬ শতাংশ।
বিজ্ঞাপন
এদিকে, চলতি ২০২৪–২৫ অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে এক হাজার ৮৩৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, আগের অর্থবছরের একই সময়ে (১ জুলাই থেকে ১৯ জানুয়ারি) দেশে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৫১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, প্রণোদনার ইতিবাচক প্রভাব এবং প্রবাসীদের আস্থার উন্নতির কারণেই রেমিট্যান্স প্রবাহে এ ধরনের শক্তিশালী বৃদ্ধি দেখা যাচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।








