Logo

শীত না যেতেই ঊর্ধ্বমুখী সবজির দাম, ভোক্তাদের ভোগান্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১১:৪৬
শীত না যেতেই ঊর্ধ্বমুখী সবজির দাম, ভোক্তাদের ভোগান্তি
ছবি: সংগৃহীত

শীত মৌসুম পুরোপুরি শেষ হওয়ার আগেই রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। গত দুই থেকে তিন সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শীতের ভরা মৌসুমে তুলনামূলক স্বস্তিতে থাকা সবজির বাজার এখন ধীরে ধীরে চড়া হতে শুরু করেছে। মৌসুম শেষের দিকে চলে আসায় সরবরাহ কমে যাওয়াকেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এদিন বাজারে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। শালগমের দাম কেজিতে ৫৫ টাকা, গোল বেগুন ৭৫ টাকা, মুলা ৩০ টাকা, শসা ৭৫ টাকা এবং গাজর বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকায়। পেঁয়াজের ফুল প্রতি মুঠো বিক্রি হচ্ছে ১৫ টাকায়।

বিজ্ঞাপন

অন্যান্য সবজির মধ্যে কাঁচা মরিচের দাম কেজিতে ১৫০ টাকা, টমেটো ৭০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। জাতভেদে শিমের দাম কেজিতে ৩০ থেকে ৭০ টাকা। আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০ টাকায়। ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা এবং ছোট আকারের ব্রকলি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে মেরাদিয়া বাজারে কেনাকাটা করতে আসা সাংবাদিক বশির হোসেন বাবু বলেন, গত কয়েক সপ্তাহ তুলনামূলক কম দামে সবজি কিনতে পারলেও এখন আবার দাম বাড়তে শুরু করেছে। তিনি বলেন, “আজ প্রায় প্রতিটি সবজির দামই ১০ থেকে ২০ টাকা বেশি। শীতের শুরুতে দাম বেশি থাকলেও পুরো মৌসুমজুড়েই বাজার মোটামুটি সহনীয় ছিল।

বিজ্ঞাপন

বাসাবো বাজারের ক্রেতা ফাহিম মুনতাজ বাড়তি দামে ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েকদিন আগেও ফুলকপি ২০–৩০ টাকায় কিনেছি। আজ সেই কপির দাম ৫০ টাকা চাইছে। দরদাম করে ৪০ টাকায় কিনতে হয়েছে। প্রায় সব সবজির ক্ষেত্রেই একই অবস্থা।

অন্যদিকে, সবজির দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে কারওয়ান বাজারের বিক্রেতা জান্নাতুর বলেন, শীত মৌসুমে সবজির সরবরাহ বেশি থাকায় দাম কম থাকে। তবে মৌসুম শেষের দিকে আসায় বাজারে সরবরাহ কমতে শুরু করেছে। তিনি বলেন, আগে যে সবজি পাইকারিতে কম দামে পাওয়া যেত, এখন সেটাই ১০ থেকে ২০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারে দাম বাড়ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD