Logo

মেডিকেলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় কাটা যাবে ১০ নম্বর

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫৫
53Shares
মেডিকেলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় কাটা যাবে ১০ নম্বর
ছবি: সংগৃহীত

যারা দ্বিতীয়বার পরীক্ষা দেবে তাদের ১০ নম্বর কাটা যাবে। আগে ছিল ৮ নম্বর, এখন ১০ নম্বর করছি সমতা আনার জন্য।

বিজ্ঞাপন

মেডিকেল কলেজগুলোতে আগামী শিক্ষাবর্ষের এমবিবিএসে ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষায় যারা দ্বিতীয়বার অংশ নেবেন তাদের ক্ষেত্রে ১০ নম্বর কাটা যাবে। আগে তাদের আট নম্বর কাটা হতো।

রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভা শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যারা দ্বিতীয়বার পরীক্ষা দেবে তাদের ১০ নম্বর কাটা যাবে। আগে ছিল ৮ নম্বর, এখন ১০ নম্বর করছি সমতা আনার জন্য। যারা নতুন পরীক্ষার্থী তারা যাতে বঞ্চিত না হয়, নতুন পরীক্ষার্থীরা যাতে ডিসঅ্যাডভান্টেজে না পড়েন, সেজন্য এ কাজটি করা হয়েছে।”

বিজ্ঞাপন

আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোতে এমবিবিএসে ভর্তি পরীক্ষা হবে ৯ ফেব্রুয়ারি। ১১ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD