Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা পরীক্ষকদের জন্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৫০
4Shares
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা পরীক্ষকদের জন্য
ফাইল ছবি।

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও বিল এন্ট্রি সংক্রান্ত বিশেষ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর জানায়, উত্তরপত্র মূল্যায়ন আগের মতো ম্যানুয়ালি করা হবে, তবে বিল এন্ট্রি এবার সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করে নম্বরপত্র তৈরি করে প্রধান পরীক্ষকের নিকট জমা দেবেন। প্রধান পরীক্ষক নির্ধারিত ১০ শতাংশ উত্তরপত্র পুনর্মূল্যায়ন করবেন এবং প্রতি ২০০টি করে ব্যাভিলে ওএমআর করোগেটেড কাগজে মুড়িয়ে আঞ্চলিক কেন্দ্রে পাঠাবেন।

অন্যদিকে, উত্তরপত্র মূল্যায়নের বিল এন্ট্রির ক্ষেত্রে শুধু প্রধান পরীক্ষক নির্ধারিত ওয়েব লিংকের মাধ্যমে সফটওয়্যারে প্রবেশ করে তার অধীন পরীক্ষক ও নিরীক্ষকদের বিল জমা দেবেন। এজন্য কলেজের নিবন্ধিত ই-মেইল ব্যবহার করে লগইন করতে হবে। বিল সংক্রান্ত সব তথ্য আপডেট করার পর ‘কনফার্ম’ করতে হবে এবং কনফার্মের পর আর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না।

বিজ্ঞাপন

প্রধান পরীক্ষক স্বাক্ষরিত বিল বিবরণী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ শাখায় পাঠাবেন। বিল এন্ট্রি আগামী ৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। তার পর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিল এন্ট্রি সংক্রান্ত কোনো ভুল সংশোধনের সুযোগ থাকবে না। প্রয়োজন হলে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইউসুফ আলী (০১৭১৬-৪১৬৭৭৭), টেকনিক্যাল অফিসার মো. মাহবুব আলম (০১৭১৯-৮০৩১১৩) অথবা প্রশাসনিক কর্মকর্তা মো. কাইয়ুম মিয়ার (০১৯১৪-১৪০১৯৮) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া, সফটওয়্যার-সংক্রান্ত কারিগরি সহায়তার জন্য উপপরিচালক মো. হুমায়ূন কবীর (০১৭১৭-০৩৭৭৬৬) এবং টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমানের (০১৮৭২-২১৫৯১৪) সঙ্গে যোগাযোগ করতে হবে।

বিজ্ঞাপন

আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে উত্তরপত্র প্রেরণের ক্ষেত্রেও বিস্তারিত ঠিকানা ও ফোন নম্বর বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। এর মধ্যে রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল ও খুলনার আঞ্চলিক কেন্দ্রগুলোতে উত্তরপত্র প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD