কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা

ঢাকার সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার জন্য অধ্যাদেশ জারি করতে আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। সময়সীমা না মানা হলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহিদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই হুঁশিয়ারি দেন।
এর আগে, সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার অধ্যাদেশ জারির মাধ্যমে বিদ্যমান সমস্যা নিরসন করতে হবে বলেও উল্লেখ করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষকদের সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, ২০১৭ সালের পর যে শিক্ষকরা কখনও শিক্ষার্থীদের পাশে ছিল না, এখন সাত কলেজের সমস্যা নিরসনের দিকে এগোলে তারা বাধা দেয়ার চেষ্টা করছেন। এ সময় অধ্যাদেশ ছাড়া কোনো চূড়ান্ত সমাধান হবে না বলেও উল্লেখ করেন তারা।
বিজ্ঞাপন
এছাড়া, আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল খারাপ করার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা বলেন, এই ধরনের হুমকি কোনোভাবেই শিক্ষার্থীদের আন্দোলন থামাতে পারবে না।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন