Logo

খাতা মূল্যায়ন শেষ, ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফলাফল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৫, ১৩:৪৪
13Shares
খাতা মূল্যায়ন শেষ, ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফলাফল
ছবি: সংগৃহীত

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে ফল প্রস্তুতের শেষ ধাপ। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, দেশের সব শিক্ষা বোর্ডে খাতা দেখা শেষ হয়েছে এবং বর্তমানে ফল প্রস্তুতের কারিগরি কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের জন্য বোর্ডগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অধ্যাপক কামাল উদ্দিন বলেন, “১৮ অক্টোবর লিখিত পরীক্ষার ৬০ দিন পূর্ণ হবে। আমরা চেষ্টা করছি এর আগেই ফল প্রকাশ করতে। তবে এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি। তারিখ ঠিক হলে সবাইকে জানানো হবে।”

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট, আর ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, এরপর রয়েছে রাজশাহী (১ লাখ ৩৩ হাজার ২৪২), কুমিল্লা (১ লাখ ১ হাজার ৭৫০), যশোর (১ লাখ ১৬ হাজার ৩১৭), চট্টগ্রাম (১ লাখ ৩৫ জন), বরিশাল (৬১ হাজার ২৫), সিলেট (৬৯ হাজার ৬৮৩), দিনাজপুর (১ লাখ ৩ হাজার ৮৩২) ও ময়মনসিংহ বোর্ডে (৭৮ হাজার ২৭৩) পরীক্ষার্থী।

এছাড়া, মাদ্রাসা বোর্ডের অধীনে ৮৬ হাজার ১০২ জন আলিম পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বিজ্ঞাপন

পাবলিক পরীক্ষা আইনে বলা হয়েছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ বাধ্যতামূলক। সে অনুযায়ী, ১৮ অক্টোবরের মধ্যেই এইচএসসির ফলাফল প্রকাশ করতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD