Logo

পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ

profile picture
জনবাণী ডেস্ক
৮ অক্টোবর, ২০২৫, ১৫:০৮
21Shares
পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ
ছবি: সংগৃহীত

জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে একটি চিঠি পাঠানো হয় উচ্চশিক্ষা অধিদপ্তরে।

চিঠিতে বলা হয়েছে, জোর করে পদত্যাগে বাধ্য হওয়া অনেক শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে তদন্ত চলমান থাকলেও তাদের বেতন-ভাতা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে তারা মানবেতর জীবন যাপন করছেন বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা চালু রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বিজ্ঞাপন

বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা আদেশে আরও বলা হয়, জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে অন্তর্ভুক্ত করে দ্রুত বেতন-ভাতা প্রদান করতে হবে। কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ যদি এ বিষয়ে বাধা বা অসহযোগিতা করেন, তবে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বহু শিক্ষককে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। এর ফলে তাদের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দুই দফায় বেতন-ভাতা চালুর নির্দেশ দিয়েছিল।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD