Logo

মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য: শিক্ষা উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৫, ১৫:৪৮
61Shares
মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য: শিক্ষা উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো মাদ্রাসা শিক্ষা। লাখো শিক্ষার্থী এ খাত থেকে শিক্ষা অর্জন করে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। তাই মাদ্রাসা শিক্ষাকে আধুনিক, বাস্তবমুখী ও যুগোপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

বিজ্ঞাপন

বুধবার (১ অক্টোবর) ঢাকার ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা জানান, ১৭৮০ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠান যুক্তিবিদ্যা, জ্যোতির্বিদ্যা, বিজ্ঞানচর্চা ও ধর্মীয় শিক্ষার সমন্বিত ধারার ঐতিহ্য বহন করছে। এই ইতিহাস পুনরুজ্জীবিত করে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটানো হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ধর্মীয় শিক্ষা মাদ্রাসার মূলভিত্তি হলেও শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে আধুনিক বিষয়সমূহ যুক্ত করা অপরিহার্য। এজন্য সরকার ইতোমধ্যে একাধিক প্রকল্প হাতে নিয়েছে।

অধ্যাপক ড. আবরার প্রাক্তন শিক্ষার্থীদের (এলামনাই) সম্পৃক্ততার প্রশংসা করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এলামনাইরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি তিনি শিক্ষক সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষার্থীদের আবাসন সমস্যা, বিশুদ্ধ পানি ও পরিবহন সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ দ্রুত সমাধানের আশ্বাস দেন।

২৪৬ বছর পূর্তি উপলক্ষে আলিয়া মাদ্রাসাকে আধুনিক ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষা উপদেষ্টা বলেন, “এটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং ইতিহাস, ঐতিহ্য ও জ্ঞানের ধারক।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো সকল ধর্ম ও পেশার মানুষের প্রতি সম্মান ও মর্যাদা নিশ্চিত করা। এজন্য সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা জরুরি। তার মতে, বিভেদের বদলে যুক্তিবাদী চিন্তা ও সহমর্মিতাই হবে সমাজ গঠনের মূল শক্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওয়াজির হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD