শিক্ষার্থীদের সুখবর দিলো মাদরাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণিতে শিক্ষার্থীদের বয়স শিথিল করে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৫ অক্টোবর থেকে এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে।
বিজ্ঞাপন
সোমবার (২৯ সেপ্টেম্বর) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বীকৃতিপ্রাপ্ত সব দাখিল/আলিম ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল/কামিল পর্যায়ের মাদরাসাগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে e-SIF পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
বিজ্ঞাপন
নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর বয়স ন্যূনতম ১৪ বছর এবং সর্বোচ্চ ২০ বছর হলে সরাসরি নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। যারা অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারেনি, তারা প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে আবেদন করে সরাসরি নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে।
অনলাইনে রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীর ব্যক্তিগত বা অভিভাবকের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। তবে একটি মোবাইল নম্বর দিয়ে কেবল একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।
বিজ্ঞাপন
রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত। বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে।
মাদরাসা শিক্ষা বোর্ডের এই সিদ্ধান্তকে শিক্ষার্থী ও অভিভাবকেরা ইতিবাচক হিসেবে দেখছেন। এতে যারা পূর্বে সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল, তারাও নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে।