শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নতুন নিয়ম জানাল এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষায় প্রার্থীদের এমসিকিউ অংশে সর্বনিম্ন ৮০ নম্বর পেতে হবে। কেবল তখনই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে গণ্য হবেন তারা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীতে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, নিবন্ধন পরীক্ষা নিয়ে একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রস্তাবনায় বলা হয়েছে, মাদ্রাসার ক্ষেত্রে পরীক্ষায় ১৪০ নম্বরের সাবজেক্টিভ ও ৬০ নম্বরের জেনারেল (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান) অংশ থাকবে। তবে পাসের ক্ষেত্রে নির্দিষ্ট অংশে আলাদাভাবে ৪০ নম্বর পাওয়ার বাধ্যবাধকতা নেই, দুই অংশ মিলিয়ে অন্তত ৮০ নম্বর অর্জন করলেই উত্তীর্ণ ধরা হবে।
এনটিআরসিএ চেয়ারম্যান জানান, ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী নিবন্ধন সনদ পেয়েছেন। এর মধ্যে ১৭তম ও ১৮তম নিবন্ধন পরীক্ষার প্রার্থীদের আবেদনের ভিত্তিতে ৪১ হাজার ৬২৭ জনকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে। ইতোমধ্যে ৩৬ হাজার ৩৪৩ জন তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে ছুটি নিয়ে দুঃসংবাদ
বিজ্ঞাপন
কর্মশালায় আরও জানানো হয়, একটি বিশেষ ও মোট ১৮টি নিবন্ধন পরীক্ষার মাধ্যমে ৭ লাখ ৩৭ হাজার ২৯৬ জনকে শিক্ষক নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে। সনদপ্রাপ্তদের বিষয়ভিত্তিক জাতীয় মেধাতালিকা এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ পর্যন্ত ১৯টি নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৯৬ জন প্রার্থী। তাদের মধ্যে প্রথম থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখ ৭৭ হাজার ৫৭১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।