স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের নিয়োগ স্থগিত, দুজনের বাতিল

চিকিৎসক নিয়োগের জন্য অনুষ্ঠিত ৪৮তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারের মোট ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বিজ্ঞাপন
এদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন এবং ২ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় দুই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে ছুটি নিয়ে দুঃসংবাদ
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এর আগে ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে মোট ৩ হাজার ১২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় অচিরেই নিয়োগ দিয়ে গেজেট জারি করার প্রস্তুতি নিচ্ছিল। তবে তার আগেই ২১ জনের নিয়োগ স্থগিত এবং ২ জনের প্রার্থিতা বাতিল করলো পিএসসি।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
এ বিষয়ে পিএসসি জানায়, যাদের সুপারিশ স্থগিত করা হয়েছে, তাদের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে। আর যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, তাদের এমবিবিএস ডিগ্রির বৈধতা না থাকায় চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়েছে।