Logo

স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের নিয়োগ স্থগিত, দুজনের বাতিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:১২
59Shares
স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের নিয়োগ স্থগিত, দুজনের বাতিল
ছবি: সংগৃহীত

চিকিৎসক নিয়োগের জন্য অনুষ্ঠিত ৪৮তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারের মোট ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞাপন

এদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন এবং ২ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় দুই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে মোট ৩ হাজার ১২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় অচিরেই নিয়োগ দিয়ে গেজেট জারি করার প্রস্তুতি নিচ্ছিল। তবে তার আগেই ২১ জনের নিয়োগ স্থগিত এবং ২ জনের প্রার্থিতা বাতিল করলো পিএসসি।

এ বিষয়ে পিএসসি জানায়, যাদের সুপারিশ স্থগিত করা হয়েছে, তাদের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে। আর যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, তাদের এমবিবিএস ডিগ্রির বৈধতা না থাকায় চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD