Logo

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৫৬
79Shares
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সময়ে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো পরীক্ষার তারিখ নির্ধারণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে উল্লেখ করা হয়, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ধারাবাহিকভাবে এই ছুটি অনুমোদন দেওয়া হয়েছে।

পঞ্জিকা অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী দিয়ে শুরু হবে দুর্গোৎসব। ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর মহাদশমী পালিত হবে। সরকারি ছুটি থাকবে মহাদশমীর দিন।

বিজ্ঞাপন

ছুটির এই সময়ে সরকারি-বেসরকারি স্কুলগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এরপর ৮ অক্টোবর থেকে আবার ক্লাস শুরু হবে। অন্যদিকে সরকারি-বেসরকারি কলেজে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। তবে ১০ ও ১১ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলোতে নিয়মিত ক্লাস শুরু হবে ১২ অক্টোবর থেকে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধর্মীয় উৎসবকে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পূজা-উৎসবে অংশগ্রহণ করতে পারবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD