Logo

বিশ্ববিদ্যালয় নয়, অধিভুক্ত কলেজের দাবি শিক্ষকদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:২০
8Shares
বিশ্ববিদ্যালয় নয়, অধিভুক্ত কলেজের দাবি শিক্ষকদের
ছবি: সংগৃহীত

রাজধানীর সাত সরকারি কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের প্রস্তাবের বিরোধিতা করেছেন শিক্ষকরা। তাদের দাবি, শতবর্ষের ঐতিহ্যবাহী এসব প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর না করে অধিভুক্ত কাঠামোয় রাখা হোক।

এ দাবিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকেরা বলেন, কবি নজরুল কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ সাতটি কলেজ বহু বছর ধরে স্বল্প ব্যয়ে মানসম্মত উচ্চশিক্ষা দিয়ে আসছে। এগুলো সংকুচিত করা হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় প্রবেশাধিকার কঠিন হয়ে পড়বে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য এটি হবে বড় ধাক্কা।

তারা আরও বলেন, ইডেন ও বদরুন্নেসা কলেজ রক্ষণশীল পরিবারের মেয়েদের উচ্চশিক্ষার অন্যতম ভরসাস্থল। এগুলো পরিবর্তন করলে নারী শিক্ষা ও ক্ষমতায়নে নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি এটি সংবিধানের ২৮(১), ২৮(২) ও ২৮(৪) অনুচ্ছেদ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG ৪.৩ ও ৪.৪)-এর বিরোধী হবে।

বিজ্ঞাপন

শিক্ষকেরা সতর্ক করে দেন, অংশীজনের মতামত ছাড়া যদি নতুন অধ্যাদেশ প্রণয়ন করা হয়, তাহলে বড় ধরনের শিক্ষার্থী আন্দোলন শুরু হতে পারে। ইডেন কলেজে সাম্প্রতিক আন্দোলন তারই ইঙ্গিত দেয়।

তারা উদাহরণ টেনে বলেন, রংপুরের ঐতিহাসিক কারমাইকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগও আন্দোলনের কারণে বন্ধ হয়েছিল। পরে আলাদাভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, আর কারমাইকেল কলেজ তার স্বাতন্ত্র্য ধরে রাখে।

বিজ্ঞাপন

সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির আহ্বায়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যাপক মাহফিল আরা বেগম লিখিত বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে অব্যাহতির পর নতুন বিশ্ববিদ্যালয় চালুর প্রস্তুতি চলছিল। কিন্তু ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামের নতুন কাঠামোর খবর প্রকাশিত হওয়ায় শিক্ষক সমাজে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তার মতে, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে কলেজগুলোর সক্ষমতা হ্রাস পাবে এবং শতবর্ষের ঐতিহ্য নষ্ট হবে।

তিনি আরও বলেন, জাতীয় শিক্ষা নীতি ২০১০-এ অবকাঠামো উন্নয়ন, গ্রন্থাগার ও ল্যাব সম্প্রসারণের প্রতিশ্রুতি থাকলেও বর্তমানে উল্টোভাবে কলেজগুলোকে সংকুচিত করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

মানববন্ধনে শিক্ষকেরা সাত কলেজকে কলেজিয়েট বা অধিভুক্ত কাঠামোয় পরিচালনার দাবি জানান। একই সঙ্গে শিক্ষা ক্যাডারের অধীনে পাঠদান ও প্রশাসনিক দায়িত্ব রাখার প্রস্তাব দেন। এছাড়া শিক্ষক নিয়োগ, গবেষণা বাজেট বৃদ্ধি, ল্যাব-লাইব্রেরি উন্নয়ন, আবাসন সংকট সমাধান এবং বৃত্তি সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সরকার সাত সরকারি কলেজকে পৃথক করে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। ইউজিসি প্রস্তাবিত নাম ঠিক করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD