Logo

রবিবার শিক্ষকদের মহাসমাবেশ, আসতে পারে টানা কর্মবিরতির ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৫, ১২:২৪
39Shares
রবিবার শিক্ষকদের মহাসমাবেশ, আসতে পারে টানা কর্মবিরতির ঘোষণা
ফাইল ছবি

সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছে দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা। এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা রবিবার (১২ অক্টোবর) ঢাকায় বিশাল সমাবেশের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা জানিয়েছেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ওই কর্মসূচি থেকেই টানা কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

শিক্ষক নেতাদের দাবি, সরকারের প্রজ্ঞাপনে বাড়িভাড়া ভাতা মাত্র ৫০০ টাকা বাড়ানো হয়েছে, যা বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সম্পূর্ণ অযৌক্তিক। তারা বলছেন, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত না করা হলে তারা লাগাতার কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

বিজ্ঞাপন

শনিবার (১১ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “সরকারের দেওয়া ৫০০ টাকার বৃদ্ধি আমাদের সঙ্গে এক ধরনের পরিহাস। এখন বাজারে একদিনের প্রয়োজন মেটাতেও এই টাকায় সম্ভব নয়। আমরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং আমাদের যৌক্তিক দাবি না মানা হলে কর্মসূচি আরও কঠোর করা হবে।”

তিনি আরও জানান, সারা দেশ থেকে শিক্ষকরা ইতোমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন।

আজিজী বলেন, “রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে যদি দাবি পূরণের প্রজ্ঞাপন না আসে, তাহলে সেখান থেকেই লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে সংগঠনটি গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন ও সর্বজনীন বদলি চালুর দাবি জানায়। তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরগুলোতে সম্মেলন অনুষ্ঠিত হয়। এবার ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি।

শিক্ষকরা বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD