Logo

মাউশি ভেঙে গঠন হচ্ছে দুটি নতুন অধিদপ্তর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৫, ১৯:৩১
15Shares
মাউশি ভেঙে গঠন হচ্ছে দুটি নতুন অধিদপ্তর
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা শিক্ষা প্রশাসনের কাঠামোগত পরিবর্তন অবশেষে বাস্তবায়নের পথে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে পৃথক দুটি নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটি হবে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’, অন্যটি ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’ নামে।

বিজ্ঞাপন

রবিবার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা মাউশিকে দুই ভাগে ভাগ করে নতুন দুটি অধিদপ্তর গঠনের প্রস্তাবে সদয় সম্মতি দিয়েছেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা ৩০ দিনের মধ্যে দুটি অধিদপ্তরের পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম (Organogram) ও কার্যতালিকা (Allocation of Business) প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দেবে।

বিজ্ঞাপন

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিদপ্তর)। সদস্য সচিব হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বা সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)।

এ ছাড়া সদস্য হিসেবে থাকবেন- শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি কলেজ-১), জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচে নয়), অর্থ বিভাগের প্রতিনিধি (ব্যয় ব্যবস্থাপনা/বাস্তবায়ন অনুবিভাগ থেকে), মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক), মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) এবং মাউশির সহকারী পরিচালক (বাজেট)।

বিজ্ঞাপন

অফিস আদেশে বলা হয়েছে, নবগঠিত দুটি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো নির্ধারণের পাশাপাশি কর্মবণ্টন, প্রশাসনিক কার্যতালিকা ও অফিস সরঞ্জামের তালিকা (T.O. & E.) তৈরির দায়িত্বও কমিটির ওপর ন্যস্ত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও দক্ষভাবে পরিচালনা করা। বর্তমানে একই অধিদপ্তরের অধীনে উভয় স্তরের কাজ হওয়ায় প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছিল। নতুন কাঠামো কার্যকর হলে শিক্ষা ব্যবস্থাপনায় গতি আসবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD