Logo

যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা শিক্ষকদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, ১৫:৫৭
20Shares
যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা শিক্ষকদের
ছবি: সংগৃহীত

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের গেজেট বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলের মধ্যে প্রকাশ না হলে রোববার (২ নভেম্বর) প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বিজ্ঞাপন

দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও বাস্তবায়ন না হওয়ায় দাবি আদায়ে পুনরায় আন্দোলনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আন্দোলনের ১৮তম দিনে এই নতুন ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষকদের অবস্থান কর্মসূচি আগের মতোই টানা ১৮তম দিন ধরে প্রেস ক্লাবের সামনে চলছে।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (২৯ অক্টোবর) সচিবালয় অভিমুখে শিক্ষকদের আন্দোলনের ওপর পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। তারপরও আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। শিক্ষকরা দাবি আদায় না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলায় আহতদের চিকিৎসা ও পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD