Logo

৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় শেষ হচ্ছে আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ১৫:৪৪
3Shares
৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় শেষ হচ্ছে আজ
ছবি: সংগৃহীত

২০২৫ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন আজ (১০ নভেম্বর) শেষ হচ্ছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, বাদ পড়া শিক্ষার্থীরা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করে আজকের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে।

বিজ্ঞাপন

বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো শিক্ষার্থীর তথ্য এন্ট্রি বা সংশোধনের সুযোগ থাকবে না।

সম্প্রতি বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানবিক কারণে এবং শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনে বিড়ম্বনা এড়াতে সময় বৃদ্ধি করা হয়েছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাদ পড়া শিক্ষার্থীরা ৯ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট মাদ্রাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবে। রেজিস্ট্রেশনের তথ্য (ইএসআইএফ) এন্ট্রির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।

এ সময়ে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। তবে পূর্বে এন্ট্রি হওয়া শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আর রেজিস্ট্রেশন ফি প্রদান বা তথ্য এন্ট্রি সংক্রান্ত যে-কোনো সমস্যার সমাধানের জন্য প্রতিষ্ঠানগুলোকে অফিস সময়ের মধ্যে তাদের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD