Logo

জরুরি নির্দেশনা দিলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৫, ১৭:৪৯
71Shares
জরুরি নির্দেশনা দিলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
ফাইল ছবি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চারটি পদে চলমান নিয়োগ কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে প্রার্থীদের জরুরি ভিত্তিতে করণীয় জানানো হয়।

এতে জানানো হয়, ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার, উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদে টেলিটকের মাধ্যমে অনলাইন আবেদন গ্রহণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের অংশ হিসেবে ২০১৬ সালে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে যারা আবেদন করেছিলেন, তাদের অনলাইন আবেদনে সম্প্রতি তোলা রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আগামী ১৯ নভেম্বরের মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

অধিদপ্তর আরও জানায়, নির্ধারিত সময়সীমার ভেতর ছবি ও স্বাক্ষর আপডেট না করলে সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য প্রবেশপত্র তৈরি করা সম্ভব হবে না, ফলে তারা নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না। নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী সব প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই লগইন করে প্রয়োজনীয় নথি আপলোড সম্পন্ন করার আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD