Logo

৩৫৫টি আসন কমানো হলো সরকারি মেডিকেল কলেজে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ১৯:১৮
39Shares
৩৫৫টি আসন কমানো হলো সরকারি মেডিকেল কলেজে
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ৩৫৫টি আসন কমানো হয়েছে। পুনর্বিন্যাসের পর সরকারি মেডিকেল কলেজগুলোর মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১০০টি।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের (চিকিৎসা শিক্ষা-১) সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আসন কমানোর পাশাপাশি তিনটি কলেজে কিছুটা আসন বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্ধারিত পুনর্বিন্যাস অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজ থেকে প্রতিটি কলেজে ২৫টি করে আসন কমানো হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আসন সংখ্যা কমিয়ে ২২৫ করা হয়েছে। হবিগঞ্জ মেডিকেল কলেজের আসন কমিয়ে ৫০ করা হয়েছে। নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিকেল কলেজের আসনও ২৫ করে কমিয়ে ৫০ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে তিনটি কলেজে আসন বৃদ্ধি করা হয়েছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও টাঙ্গাইল মেডিকেল কলেজে ২৫ করে বাড়িয়ে ১২৫ এবং পটুয়াখালী মেডিকেল কলেজে ২৫ আসন বৃদ্ধি করে মোট ১০০ আসন নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্য সরকারি মেডিকেল কলেজগুলোর আসন অপরিবর্তিত রাখা হয়েছে। কুমিল্লা, খুলনা, বগুড়া শহীদ জিয়াউর রহমান, ফরিদপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে ২০০টি করে আসন রয়েছে। পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম, কুষ্টিয়া, জামালপুর ও মুগদা মেডিকেল কলেজে ১০০টি করে আসন। গোপালগঞ্জ ও মানিকগঞ্জ মেডিকেল কলেজে ১২৫টি করে এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৭৫টি আসন নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, আসন পুনর্বিন্যাসের মূল লক্ষ্য হলো শিক্ষার মান উন্নয়ন এবং কলেজগুলোর সক্ষমতার সঙ্গে ছাত্রসংখ্যার সমন্বয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD