৪৪তম বিসিএস: চূড়ান্ত সুপারিশ পেলেন নতুন ১৬৭৬ প্রার্থী

ফল প্রকাশ করা হয়েছে ৪৪তম বিসিএসের পরিবর্ধিত সম্পূরক। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৬৭৬ জন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ নভেম্বর) সরকারি কর্ম কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিএসের পরিবর্ধিত ফল প্রকাশের তথ্য জানানো হয়।
এর আগে বৃহ্স্পতিবার (৬ নভেম্বর) রাতে সম্পূরক ফল প্রকাশ করা হয়েছিলো। সংস্থাটির ওয়েবসাইটে বিসিএসের পরিবর্ধিত ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএস বিভিন্ন ক্যাডারের মোট ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে মোট ১ হাজার ৬৮১টি পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
ফলাফলের বিস্তারিত তথ্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) অফিসিয়াল ওয়েবসাইটে অথবা কমিশনের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। সাধারণত, এই ধরনের ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দিয়ে একটি পিডিএফ ফাইল প্রকাশ করা হয়ে থাকে।








