বিয়ের জুতা ফিরিয়ে দিতে দাবি সাড়ে ১১ কোটি রুপি, কত দিলেন রণবীর?
13Shares

ছবি: সংগৃহীত
অবশেষে বিয়ে করেছেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট।বিয়েতে জুতা চুরির প্রথা সম্পর্কে সবারই জানা। রণবীর-আলিয়ার বিয়েতেও এর ব্যতিক্রম হয়নি। ‘বা...
বিজ্ঞাপন
অবশেষে বিয়ে করেছেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট।
বিয়েতে জুতা চুরির প্রথা সম্পর্কে সবারই জানা। রণবীর-আলিয়ার বিয়েতেও এর ব্যতিক্রম হয়নি। ‘বারফি’ অভিনেতার জুতা চুরি করেছিলেন ভাট পরিবারের মেয়েরা। আর এটি ফেরত দেওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করেন তারা।
বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আলিয়া ভাটের বোনেরা রণবীর কাপুরের জুতা চুরি করেন। এরপর জামাইবাবুর কাছে চেয়ে বসেন সাড়ে ১১ কোটি রুপি! যা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ১২ লাখ টাকার বেশি। তাদের হাতে একটি খাম ধরিয়ে দেন রণবীর। এরপর খাম খুললে দেখা যায়, তাতে ১ লাখ রুপি রয়েছে। অবশ্য এতেই খুশি হন শ্যালিকারা। কারণ টাকার চেয়ে আনন্দটাই যে বেশি।

বিজ্ঞাপন
গত ১৪ এপ্রিল বর্ণিল আয়োজনে বিয়ে করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত রণবীরের বাড়ি ‘বাস্তু’তে বসেছিল বিয়ের আয়োজন। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন। এর বাইরে বলিউড থেকে কেবল করন জোহর ও নির্মাতা অয়ন মুখার্জি ছিলেন।
ওআ/
বিজ্ঞাপন








