মেসির সঙ্গে ছবি তোলায় শুভশ্রীকে কটাক্ষ, যে পদক্ষেপ নিলেন রাজ

ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বিষয়টি একেবারেই ভালোভাবে নেননি তার স্বামী, পরিচালক ও তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তী। কটাক্ষকারীদের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিলেন তিনি।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৩ ডিসেম্বর) রাতে রাজ চক্রবর্তী টিটাগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে যেভাবে কুৎসা ও নোংরা মন্তব্য করা হচ্ছে, তা কোনোভাবেই হালকাভাবে দেখছেন না তিনি। বরং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও মনে করছেন এই তারকা বিধায়ক।
আরও পড়ুন: হলুদের সাজে কেয়া পায়েল
রাজ চক্রবর্তীর অভিযোগে বলা হয়েছে, শুভশ্রীর শারীরিক গঠন, মাতৃত্ব এবং ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করা হচ্ছে। তিনি চান, এসব মন্তব্যকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তার ভাষায়, “একজন নারীকে যেভাবে অপমান ও কু-ইঙ্গিত করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিছু ক্ষেত্রে এই ব্যক্তিগত আক্রমণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মনে হচ্ছে।”
বিজ্ঞাপন
নারী বিদ্বেষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাজ বলেন, “যারা নারীদের প্রতি নোংরা ইঙ্গিত করে কথা বলে, আমি তাদের ঘৃণা করি। রাস্তা হোক বা সামাজিক মাধ্যম—যেখানেই নারীদের অপমান করা হবে, তার প্রতিবাদে আমি দাঁড়াব।”
আরও পড়ুন: মেয়ের জন্য দোয়া চাইলেন ইমরান মাহমুদুল
প্রসঙ্গত, শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতির সময় তার সঙ্গে ছবি তোলেন শুভশ্রী গাঙ্গুলি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে কটাক্ষ শুরু হয়। বিষয়টি মাত্রা ছাড়িয়ে গেলে শেষ পর্যন্ত আইনি পথেই হাঁটলেন অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী।








