Logo

বিয়ে করেও ধর্ষণ মামলা থেকে মুক্তি পাচ্ছেন না গায়ক নোবেল

profile picture
বিনোদন প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ২০:৩৯
12Shares
বিয়ে করেও ধর্ষণ মামলা থেকে মুক্তি পাচ্ছেন না গায়ক নোবেল
ছবি: সংগৃহীত

ইডেন কলেজের এক ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল–এর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ২৯ নভেম্বর ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র জমা দেন।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক ইলামনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হবে। পরে মামলাটি বিচারার্থে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে।

এদিকে নোবেলের আইনজীবী মোসতাক আহমেদ জানিয়েছেন, ধর্ষণ মামলার বাদীকে নোবেল বিয়ে করেছেন এবং বর্তমানে তারা একসঙ্গে সংসার করছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৯ মে ইডেন কলেজের ওই ছাত্রী নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। পরে নোবেলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বিয়ের শর্তে তিনি জামিন পান এবং ১৯ জুন ঢাকার কেন্দ্রীয় কারাগারে বসেই ১০ লাখ টাকা দেনমোহরে ওই ছাত্রীকে বিয়ে করেন নোবেল।

মামলার অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে নোবেল ও ওই ছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০২৪ সালের ১২ নভেম্বর স্টুডিও দেখানোর কথা বলে নোবেল তাকে ডেমরার একটি বাসায় নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে মোবাইল ফোন ও টাকা কেড়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযোগে আরও বলা হয়, ওই বাসায় আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় এবং ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। কথামতো না চললে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ছয় মাস ধরে তাকে ওই বাসায় আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

বাদীর পরিবার জানায়, একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তারা বিষয়টি জানতে পারেন। এরপর ১৯ মে পুলিশি সহায়তায় তাকে উদ্ধার করা হয় এবং একই দিন নোবেলকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বাদীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নোবেল বর্তমানে জামিনে রয়েছেন। তদন্ত কর্মকর্তা আরও জানান, মারধর ও ধর্ষণের ঘটনায় নোবেলের সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিল বলে অভিযোগ উঠেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ভবিষ্যতে তথ্য পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।

বিজ্ঞাপন

এদিকে নোবেলের আইনজীবীর দাবি, যেহেতু নোবেল বাদীকে বিয়ে করে সংসার করছেন, তাই বিচারিক ট্রাইব্যুনালে আপসনামা দাখিলের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হতে পারে এবং নোবেল খালাস পাবেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD