বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে: পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার নায়িকা পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আবেগঘন অনুভূতির কথা শেয়ার করেছেন।
বিজ্ঞাপন
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া পোস্টে তিনি জানান, বিপদে যাদের পাশে দাঁড়ান, অনেক সময় সেই মানুষরাই তাকে ছেড়ে চলে যান।
পরীমণি লিখেছেন, মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তাদেরই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়। তিনি নির্দিষ্ট করে কোনো নাম উল্লেখ করেননি।
বিজ্ঞাপন
তবে এসব ঘটনার পরও হতাশা প্রকাশ করেননি পরীমণি। বরং নিজের মনুষ্যত্ব এবং বিবেক নিয়ে গর্ব করেছেন। তিনি বলেছেন, আমি আর বদলাতে পারি নাই—না আমার মনুষ্যত্ব, না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
আরও পড়ুন: লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান
পরীমণির এই পোস্টে স্পষ্ট হয়ে ওঠে যে, ব্যক্তিগত এবং সামাজিক জীবনে সমালোচনা ও অসুবিধার মাঝেও তিনি সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবে দৃঢ় অবস্থান বজায় রাখছেন।








