Logo

লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান

profile picture
বিনোদন ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৪:১৩
3Shares
লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান
ছবি: সংগৃহীত

অভিনয়গুণ তার পরিচয়ের বড় অংশ, আর রূপেও তিনি অনায়াসে নজর কাড়েন—এ কথা বলার কিছু নেই। তবে সেই রূপে রাজকীয় সৌন্দর্যের ছোঁয়া থাকলে কার চোখ না জুড়াবে? এভাবেই লাল শাড়িতে রানির বেশে দ্যুতি ছড়ালেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

বিজ্ঞাপন

সাদিয়া সাধারণত ফটোশুট বা ঘুরতে গেলে নিজেকে ক্যামেরার ফ্রেমে বন্দি করতে পছন্দ করেন। যদিও মেকওভার ফটোশুটে খুব বেশি দেখা যায় না তাকে, এবার তিনি এক ব্রাইডাল মেকওভারে রীতিমতো নজর কাড়লেন।

রোববার একগুচ্ছ ছবি প্রকাশ করতেই ভক্তদের চোখ আটকে দিলেন সাদিয়া। যেখানে উঠে আসে তার রাজকীয় সৌন্দর্য। ছবিতে দেখা যায় এক ক্লাসিক অন্দরমহলের আবহে ঘন লাল বেনারসিতে সাদিয়া। শাড়িতে সোনালি জরির সূক্ষ্ম কারুকাজ, নিখুঁত এমব্রয়ডারি; সব মিলিয়ে ঐতিহ্যের সঙ্গে আধুনিক রুচির অপূর্ব মেলবন্ধন।

বিজ্ঞাপন

সাদিয়ার মুখাবয়বে লাল টিপ, গাঢ় কাজল ও চোখের গভীর সাজ, আর ঠোঁটে লালের উষ্ণ আভা। খোলা চুলের হালকা কার্ল তার এই নতুন ফ্যাশনকে অনন্য মাত্রায় নিয়ে গেছে।

আভিজাত্যের ছোঁয়া অলঙ্কারেও ফুটে উঠেছে—মাথায় টিকলি ও ঝাপটা, মানানসই মাঙ্গটিকা, গলায় কুন্দন-পাথর বসানো ভারী নেকলেস, হাতে চওড়া সোনালি চুড়ি ও বালা। প্রতিটি অনুষঙ্গেই দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী সৌন্দর্য ও পরিশীলিত ফ্যাশন সেন্স।

এই সাজ শুধু ফ্যাশনের গল্প নয়, এটি তার আত্মপরিচয়েরও প্রকাশ। আগেও সাদিয়া বলেছেন, নিজের পরিশ্রম ও স্বাধীন সিদ্ধান্তের কারণে তিনি নিজেকে ‘রানি’ ভাবতে ভালোবাসেন। ছবিতে তার দৃপ্ত ভঙ্গিমা ও আত্মবিশ্বাস সেই কথারই প্রতিফলন।

বিজ্ঞাপন

এই ব্রাইডাল মেকওভার নিয়ে মন্তব্যঘরে দেখা গেছে সাদিয়া আয়মান ভক্তদের অগণিত প্রশংসা। একজন লিখেছেন, ‘বাংলাদেশের রানি।’ আরেকজন লিখেছেন, ‘বধূ সাজে অতুলনীয় তুমি।’ কেউ কেউ আবার সাদিয়া আয়মানের চেহারার মাঝে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকেও খুঁজে পেয়েছেন।

ঈদুল আজহা ২০২৫-এ মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমার পর নতুন করে আলোচনায় আসা এই অভিনেত্রী চলতি বছর ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’ নাটকেও প্রশংসা কুড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্টেও যে তিনি সমান সাবলীল তার প্রমাণ দিলেন এবার।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD